অন্ধকারে মানুষ থাকে // দিব্যেন্দু দ্বীপ

একটা পাতা ঝরে যাবার মতো ঝরে যাব আমিও,

হয়ত এখনই, হয়ত তোমার কিছু আগে বা পরে।

দেখেছ কখনো একটি পাতা লাল হয়ে কখন বোটা থেকে খসে পড়ে?

কখনো কখনো সবুজ পাতাও তো ঝরে যায়, যায় না?

কী এমন তফাৎ তাতে? শুধু গাছটা কিছু কম বা বেশি পায়।

আলো-অন্ধকারে তফাৎ কি খুব বেশি, নাকি সবই আলেয়া হয়?

সূর্য সইতে পারি না বলে, চন্দ্রে চেয়ে থাকি মাঝে মাঝে;

তাই বলে পূর্ণিমার চাঁদ আমাকে আপন করেনি কখনো, তুমিও না।

অন্ধকারেও মানুষ মেলে, বরং বেশি মেলে,

ধাবমান সমাজের অগোচরে অমাবস্যার গায়

নিকষ সুন্দর হয়ে লেপ্টে থাকা কিছু মানুষের দেখা পেয়েছি আমি,

জীবনের খোঁজ পেয়েছি কিছু হাতড়িয়ে হাতড়িয়ে, ওখানে।

অন্ধকারে মানুষ থাকে। মৃতরা থাকে। ভালোবাসা থাকে। মায়া থাকে।