প্রিয়তম, ফিরে এসে আমাকে মিথ্যে বোলো তুমি

follow-upnews
0 0

প্রিয়তম,
ভালবাসা তো শুধু অনুভবের,
তা ঠিক দূর থেকেও সমান মেলে,
ঠিক যেমন সূর্যের আলোয় বেঁচে থাকা।
তাই বলে রবীর কিরণে কি আগুন জ্বলে?
তোমার চাই পরিণয়, তোমার চাই পরিব্রাজক,
তোমার চাই তোমাকে সর্বেসর্বা হয়ে নিয়ে
লোকচু ফাঁকি দেয়ার মতা রাখে যারা,
তোমার চাই আয়োজনে, আধিপত্যে
তোমাকে পেতে চায় যারা।
সেখানে ভালবাসা না থাক, আছে সকলই,
ভালবাসা তো দূর থেকেও মেলে।
প্রিয়তম, নিজেকে ফাঁকি দিও না, তুমি যাও,   
ফিরে এসে আমাকে মিথ্যে বলো, গল্প বানিয়ে বলো।
আমি মনে মনে হাসব, আমি ঠিকই ভালবাসব।

প্রিয়তম,
আমি ভীষণ কান্ত,
লম্বা ঘুম দিতে চাই এখন।
শুধু মৃত্যুই পারে সেভাবে ঘুম পাড়াতে।

Next Post

অন্ধকারে মানুষ থাকে // দিব্যেন্দু দ্বীপ

একটা পাতা ঝরে যাবার মতো ঝরে যাব আমিও, হয়ত এখনই, হয়ত তোমার কিছু আগে বা পরে। দেখেছ কখনো একটি পাতা লাল হয়ে কখন বোটা থেকে খসে পড়ে? কখনো কখনো সবুজ পাতাও তো ঝরে যায়, যায় না? কী এমন তফাৎ তাতে? শুধু গাছটা কিছু কম বা বেশি পায়। আলো-অন্ধকারে তফাৎ কি […]