সে আমায় ভুলিয়ে রাখে নিঁখুত ছলনায় // দিব্যেন্দু দ্বীপ

follow-upnews
0 0

প্রিয়তম,

ওরা যখন তোমায় পায়,

আমি থাকি দূর পাহাড়ের গায়।

ওরা যখন তোমার কাছে আসে,

ভালবাসে, অনিবার্য আবদারে হাসে;

আমি তখন দুঃখ দেখি পাতায়,

আমি দুঃখ দেখি হংসরাজের ছায়ায়,

আমি তখন দুঃখ দেখি একলা দুর্বাঘাসে।  

 

প্রিয়তম,

আকাশও তোমায় ছোঁয়

আমার ঘাড়ে চেপে।

আমি শুধু পাই না তোমায়।

 

প্রিয়তম,

সদ্য এঁকেছে কে যেন ভালবাসার দাগ

তোমার দুগালে,

প্রিয়তম, সত্যি তুমি চলে যাচ্ছ আমায় ফেলে!

 

প্রিয়তম,

মেঘেরাও ঠিক ভোলে,

ভেসে চলে যায় ওরা পৃথিবীরে ফেলে,

ওদের দেশে, কাকে যেন ভালবেসে।

তুমি আসো না, ভালবাসো না।

 

প্রিয়তম,

সে আমায় ভুলিয়ে রাখে নিঁখুত ছলনায়।

বুঝি, তবু ভালবাসি।

অবুঝের মতো ভালবাসি।

ভালবাসি বলে তোমাকে ভালবাসি।


Next Post

প্রিয়তম, ফিরে এসে আমাকে মিথ্যে বোলো তুমি

প্রিয়তম, ভালবাসা তো শুধু অনুভবের, তা ঠিক দূর থেকেও সমান মেলে, ঠিক যেমন সূর্যের আলোয় বেঁচে থাকা। তাই বলে রবীর কিরণে কি আগুন জ্বলে? তোমার চাই পরিণয়, তোমার চাই পরিব্রাজক, তোমার চাই তোমাকে সর্বেসর্বা হয়ে নিয়ে লোকচু ফাঁকি দেয়ার মতা রাখে যারা, তোমার চাই আয়োজনে, আধিপত্যে তোমাকে পেতে চায় যারা। […]