‘ভূমিদস্যু’ । মোঃ আবু সাঈদ

follow-upnews
0 0

10858076_1385146511781186_1079348377028829760_n

জাহানারা ও আসলাম, আসলাম, ভাত চারটে মুখে দিয়ে স্কুলে যা বাপধন।
আসলাম : আসছি মা, আসছি।
জাহানারা : বাবা আসলাম মন দিয়ে পড়াশুনা করে মানুষের মতো মানুষ হতে হবে।
আসলাম : মা আমি পড়াশুনা করে দেশ ও দশের উপকার করতে চাই ।
প্লেটে ভাত নিতে নিতেই ছোট ভাই ফয়সাল এবং বোন আকলিমার খোঁজ করে আসলাম। জাহানার বলেন, তারা   খেয়েদেয়ে
স্কুলে গেছে।

স্কুলে গিয়ে আসলাম সহপাঠীদের সাথে পরামর্শ করে কীভাবে তাদের এলাকা দুষ্কৃতিকারীদের হাত থেকে মুক্ত
রাখা যায়। নবম শ্রেণির ছাত্র আসলাম, এইটুকু বয়স থেকেই সে এলাকার উন্নয়নে প্রাণপণ চেষ্টা করার জন্য
ব্যাকুল হয়ে উঠেছে।

এলাকার ধনী, ভূমিদস্যু শামীম শিকদার, সবাই তাকে মান্য করে। কেউ তার কথার অন্যথা করে না। যদি কেউ তার বিরুদ্ধে টুঁ শব্দ করে তবে তার রেহাই নেই। শিকদারের লোকজন গিয়ে তার বারোটা বাজিয়ে দিয়ে আসে। এই তো সেদিন শিকদার পাশের গ্রামের করিম বখসের পুকুর জোর করে দখল করে।
মুকুল : বাবা, যে করেই হোক ঐ পুকুর আমার চাই।
শামীম : মুকুল, তুই খবর দে চানপুরের লাঠিয়ালদের।
মুকুল : বাবা, থানাকে কন্ট্রোল করবে কীভাবে?
শামীম : সে আমার ভালো করেই জানা আছে।
[লাঠিয়ালরা আসে]
ওরা করিম বখস রে হুমকি দিয়ে যায়। “এই পুকুরের পানি আজ থেকে যদি তোরা যদি ছুঁতে আসিস, তাহলে তা হবে তোদের জীবনের কাল।”

[করিম বখস থানার দ্বারস্থ হয়]
করিম : স্যার, আমাকে বাঁচান।
ওসি সাহেব : কী হয়েছে, কী? অমন করে হাঁপাচ্ছেন কেন?
করিম : স্যার, আমার পুকুর দখল করে নিয়েছে শামীম শিকদার।
ওসি সাহেব : ও! তাই নাকি?
করিম : স্যার, যে করেই হোক পুকুরটি আমাকে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করেন।
ওসি সাহেব : আচ্ছা, আপনি যান। একটা অভিযোগ জমা দিয়ে যান। আমরা দেখেশুনে ব্যবস্থা নিব।

আসলাম : মা, আমরা যদি গ্রামের সবাই চুপ করে থাকি তাহলে শিকদার কিন্তু আরো বেপরোয়া হয়ে উঠবে।
জাহানারা : না বাবা, তুই ছোট মানুষ। তোর ওসব নিয়ে মাথা ঘামাতে হবে না।
আসলাম : না মা, আমি আজই পত্রিকা অফিসে ইমেইল করে ঘটনাটা জানাব, জানাবই।

[ই-মেইল পেয়ে পত্রিকার অফিস থেকে আসলামকে ফোন করা হয়]
সত্যের কথা : হ্যালো, আসলাম বলছেন?
আসলাম : জী, আসলাম বলছি। কে, কোথা থেকে বলছেন?
সত্যের কথা : জী, সত্যের কথা পত্রিকা অফিস থেকে বলছি। আপনি কাল আমাদের সাথে দেখা করেন।

আসলাম পরের দিন শহরে গিয়ে পত্রিকা অফিসে তার এলাকার সব ঘটনা খুলে বলে। পত্রিকার সম্পাদক মহোদয়
আসলামকে বুকে জড়িয়ে ধরে তার অদম্য সাহসিকতার জন্য। অফিসের সবাই এ দৃশ্য দেখে আবেগ আপ্লুত হয়ে যায়।
[খবরটি পত্রিকায় ছাপা হয়]

এই যে ভাই, আজকের তাজা খবর, ভূমিদস্যু শামীম শিকদারের কুকীর্তি। এই যে ভাই, আজকের তাজা খবর।

শামীম : এই খবর পত্রিকা অফিশে জানাল কে!
মুকুল : বাবা, খবর বের করার জন্য লোক লাগিয়েছি, অতিশীঘ্রই সব কিছু জানা যাবে।
নোমান : ভাই, আমাদের গ্রামের আসলাম শহরে গিয়ে পত্রিকা অফিসে সব বলে এসেছে।
শামীম : শেষ করে দে তাকে।

[খবর শোনা মাত্র জাহানারা বেগমের হাত থেকে হঠাৎ করে কাচের পাত্রটি পড়ে গেল।]

Next Post

দেশ পরিক্রমা : গ্রীস

গ্রিস ইউরোপ মহাদেশের দক্ষিণ-পূর্ব অংশের একটি রাষ্ট্র যা বলকান উপদ্বীপের একেবারে দক্ষিণ প্রান্তে অবস্থিত। এর সীমান্তবর্তী রাষ্ট্রগুলো হচ্ছে উত্তরে বুলগেরিয়া, প্রাক্তন যুগশ্লাভিয়া প্রজাতন্ত্রী মেসিডোনিয়া এবং আলবেনিয়া; পূর্বে তুরস্ক। গ্রিসের মূল ভূমির পূর্বে ও দক্ষিণে এজিয়ান সাগর অবস্থিত, আর পশ্চিমে রয়েছে আইওনিয়ান সাগর। পূর্ব ভূমধ্যসাগরের উভয় অংশে গ্রিসের অনেকগুলো দ্বীপ রয়েছে। গ্রিস […]