ষদন্ধকার প্রমোদ // শাহিদা সুলতানা

follow-upnews
2 0

বেদনাকে ভালোবেসে 

বলেছিলাম একদিন

আরো কিছুক্ষণ

না হয় রইতে কাছে—

সেই থেকে বেদনারা রয়ে গেছে

আমার উঠোন জুড়ে

ডালিম গাছের পাতায়

কথা বলা কাকাতুয়া হয়ে—

ছাদের কার্নিশ

জানালার ঘুলঘুলি বেদনার নীলে

সারাদিন নীল হয়ে থাকে—

আমার আকাশ ভালোবেসে

যেতে যেতে রয়ে গেছে

আকাশের ছায়া হয়ে!


শাহিদা সুলতানা

Shahida Sultana

Next Post

নারী, চল যাই

নারী, আমার কাছে আয়, চল যাই তোরে সঙ্গী করে নতুন কোনো গায়। আমি তোরে নিয়ে যাব অচিনপুরে, দূর সীমানায়। গড়ে নেব নতুন পৃথিবী, তোর কোলে মাথা রেখে কষ্ট লুকাব সেথায়।
তনিমা জামান