“মৃত্যুকে বিরহ ভেবে ভুল হয়” কাব্যগ্রন্থ থেকে

follow-upnews
0 0

বহুদিন হল তাকে

দেখি না কোথাও,

একলা পায়ে হেঁটে পার হই

বলেশ্বরের ব্রিজ,

টগরার শুন্য ফেরিঘাটে

একঘেয়ে জলের ঝাপট।

ভবদহ বিলে রিক্ত কৃষকের ভীড়,

প্রবল জোয়ারে ভাসা বেড়ি বাঁধে

বালি ফেলা ত্রস্ত

পায়ের মিছিল,

প্রতুলের গান,

সকালের খোলা ময়দান,

কোথাও সে নেই, বহুদিন!

দেয়ালের ছবিতে যায়নি মালা দেয়া।

যে মৃত্যুতে কখন যায় না শোক করা–

তার চেয়ে তীব্র দহনের

আর কিছু নেই!


শাহিদা সুলতানা     মৃত্যুকে বিরহ ভেবে ভুল হয়

Next Post

মানুষের জন্য // দিব্যেন্দু দ্বীপ

কান্নাগুলো লজ্জাবনত হয়ে হৃদয়ে গচ্ছিত থাক। কথা দিয়েছি ওদের, ডালা ডালা সুখ ঢেলে মেপে মেপে সমান করে নেব একদিন তোমাদের ঠিকই। তবু ওরা মাঝে মাঝে ফুসরত খোঁজে নিষ্ক্রান্ত হবার, যেমন কোনো শিশু হাতছানিতে পিছু নেয় অপহরণকারীরও! পৃথিবীর সকল শক্তি জড়ো করে মাথাটা উঁচু করি, ছোটবেলায় দেখেছিলাম পিতাকে ঝড়ে কাঁত হয়ে […]
Dibbendu Dwip