তোমরা নাকি জন্ম দাও যুদ্ধে জয়ী হতে!

follow-upnews
0 0

দুর্বৃত্তের সর্দার

শুনেছি তোমরা নাকি জন্ম দাও যুদ্ধে জয়ী হতে!

অবশেষে দেখেছিও।

শুনেছি বৌদ্ধ ধর্ম নাকি পিঁপড়াও মারে না,

ধর্ম মারে না, ধার্মিক যে মারছে?

ধিক! ধিক ধর্ম! ধিক তোমাকে!

ধিক আমাকেও!

এই তোমরা ঈশ্বর মানো,

তবে কি ঈশ্বর তোমাদের নির্দেশদাতা?

তবে কি ঈশ্বরই আজ দুর্বৃত্তের প্রধান সর্দার?


তুমি শুধু নারী

বিশ্বাস করো প্রিয়তম,
আমি তোমায় ভুল বুঝিনি।
তোমাদের এ মাতৃত্ব
মূল্যবান নয় মোটেও।
বিশ্বাস করো,
তোমার ভালবাসা
উপভোগ্য না একদম,
যখন জানি
তুমি শুধু ভালবাস ফুল,
দোয়েল পাখি,
সকালে গরম পরটা,
বিকালে সুপ আর পায়া,
রাতে গোপন সজ্জা।
বিশ্বাস করো,
তোমার সুন্দর দেহ
কুৎসিত ঠেকে খুব
যখন জানি
তুমিও দুস্যদের সওদাগরী।
সতী নারী,
তোমায় খুব কুৎসিত ঠেকে
যখন জানি
তুমি শুধু নারী, মানুষ নও আজও।


দিব্যেন্দু দ্বীপ

Next Post

মহাকাশে চলে যাও রোজ কাজ শেষে অবকাশে

পর্দার আড়ালে ওরা আছে বিভৎসে, জিঘাংসায়। বিষন্নতায় যে মরে সেও তো মানুষ, কিছু ওরা মানুষ নয়, ওদের রুগ্ন  দেহে এখনো দানব বাসা বাধে। ওরা দুঃখ সয়ে দুঃখ দেয় গোপনে, ওরা মরার আগে মারতে চায়। দরিদ্র বৈ সবাই তো মানুষ নয় যেনো। # জীবন-যাপনে কোথাও কি বড় ভুল হচ্ছে তাহলে? অর্ন্তযামী […]