অজানার অপেক্ষায় ।। শাহিদা সুলতানা

follow-upnews
0 0

 

সময় গড়ায়

ফুরোয় জলের স্রোত

ফুরোয় চাঁদের আলো

আর বেহাগের দ্রুতলয়।

 

আলোকিত স্ট্রীটে বিশাল জনস্রোত

উল্লাসে গুণছে নয় থেকে শূন্যের

অপেক্ষা স্টেশনগুলো,

অজানা নতুন অপেক্ষায়।

 

অথচ ফুরিয়ে যাচ্ছেে

এই জোনাকি পোকার আলো,

এইসব মূর্ত ঘাসফুল,

এই আধচেনা চন্দন রাত্রির গন্ধ

আর এইসব মোমজ্বালা রেশম রেশম স্বপ্ন।

 

আমরা স্বপ্নের ঘর গড়ি

আবার নষ্ট স্বপ্নের ঘরে চাবি এঁটে

ছুড়ে দিই বিরাণ গভীর সমুদ্রের বুকে।

তারপর?

কলম্বাসের জাহাজে

আবার সেই পুরানো

একলা ভ্রমণ,

অজানার অপেক্ষায়।


কাব্যগ্রন্থ: এক বিষণ্ণ রোববারে

শাহিদা সুলতানা   Shahida Sultana

 

Next Post

রোমান্টিক পিরিয়ডের নিরীশ্বরবাদী কবি পার্সি বিশি শেলি

১. অতিতের জন্য কেঁদো না, ভবিষ্যতকে ভয় পেয়ো না। ২. কবিতা পৃথিবীর রূপরস অনাবৃত করে এবং পরিচিত জিনিসগুলোকেও এমনভাবে তুলে ধরে যেন সেগুলো কখনো চেনা ছিল না। ৩. কবি হচ্ছেন অন্ধকারে বসে থাকা এমন একটি পাখি যে আপন একাকীত্বের সঙ্গ হিসেবে সুন্দর সকল গান করে। ৪. আজ রাতে এমনই সুধা […]
Shelly