আজ মাইকেল মধুসূদন দত্তের জন্মদিন

follow-upnews
0 0

 

১৮২৪ সালের ২৫ জানুয়ারি বাংলা প্রেসিডেন্সির যশোর জেলার (এখন বাংলাদেশের যশোর জেলার  কেশবপুর উপজেলার) সাগরদাঁড়ি গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে মধুসূদন দত্তের জন্ম হয়। তিনি ছিলেন রাজনারায়ণ দত্ত ও তাঁর প্রথমা পত্নী জাহ্নবী দেবীর একমাত্র সন্তান। রাজনারায়ণ দত্ত ছিলেন কলকাতার সদর দেওয়ানি আদালতের এক খ্যাতনামা উকিল। মধুসূদনের যখন তেরো বছর বয়স, সেই সময় থেকেই তাঁকে কলকাতায় বসবাস করতে হত। খিদিরপুর সার্কুলার গার্ডেন রিচ রোডে (বর্তমানে কার্ল মার্কস সরণী) অঞ্চলে তিনি এক বিরাট অট্টালিকা নির্মাণ করেছিলেন।

মহাকবি জীবনের অন্তিম পর্যায়ে জন্মভূমি প্রতি তাঁর সুগভীর ভালোবাসার চিহ্ন রেখে গেছেন অবিস্মরণীয় পংক্তিমালায়। তাঁর সমাধিস্থলে নীচের কবিতাটি লেখা রয়েছে :

‘দাঁড়াও পথিকবর, জন্ম যদি তব
বঙ্গে! তিষ্ঠ ক্ষণকাল! এ সমাধি স্থলে
(জননীর কোলে শিশু লভয়ে যেমতি
বিরাম)মহীর পদে মহা নিদ্রাবৃত
দত্তকুলোদ্ভব কবি শ্রীমধুসূদন!
যশোরে সাগরদাঁড়ি কপোতাক্ষ-তীরে
জন্মভূমি, জন্মদাতা দত্ত মহামতি
রাজনারায়ণ নামে, জননী জাহ্নবী’

Next Post

গত চব্বিশ ঘণ্টার গুরুত্বপূর্ণ খবরের শিরোণাম

 ডাচ শিশুরা বিশ্বের সবচেয়ে সুখী শিশু -বিবিসি বাংলা জাবি ক্যাম্পাসে দৈনিক দিনকাল নিষিদ্ধ করল ছাত্রলীগ -বাংলা ট্রিবিউন বাগেরহাটের রাজাকার আব্দুল আলী মোল্লা গ্রেফতার -বাংলানিউজ কুয়েতে বাংলাদেশির ফাঁসি কার্যকর -বিডিনিউজ গুলশান হামলার ছক তৈরি হয় গাইবান্ধায় -সমকাল Bomb and gun attack on Mogadishu hotel kills dozens -the guardian ভারতই প্রকৃত বন্ধু, […]