“পুরানো জানিয়া চেয়ো না আমারে আধেক আঁখির কোণে অলস অন্যমনে”

follow-upnews
1 0

পুরানো জানিয়া চেয়ো না আমারে আধেক আঁখির কোণে অলস অন্যমনে।

আপনারে আমি দিতে আসি যেই    জেনো জেনো সেই শুভ নিমেষেই

     জীর্ণ কিছুই নেই কিছু নেই,    ফেলে দিই পুরাতনে॥

     আপনারে দেয় ঝরনা আপন ত্যাগরসে উচ্ছলি–

     লহরে লহরে নূতন নূতন অর্ঘ্যের অঞ্জলি।

মাধবীকুঞ্জ বার বার করি    বনলক্ষ্মীর ডালা দেয় ভরি–

     বারবার তার দানমঞ্জরী    নব নব ক্ষণে ক্ষণে॥

     তোমার প্রেমে যে লেগেছে আমায় চির নূতনের সুর।

     সব কাজে মোর সব ভাবনায় জাগে চিরসুমধুর।

মোর দানে নেই দীনতার লেশ,     যত নেবে তুমি না পাবে শেষ–

     আমার দিনের সকল নিমেষ    ভরা অশেষের ধনে॥


Next Post

ধর্মভিত্তিক রাজনীতি আইন করে বন্ধ করা প্রয়োজন

পত্রিকার খবর অনুযায়ী শেষ পর্যন্ত সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে স্থাপিত ন্যায় বিচারের প্রতীক জাস্টিসিয়া মূর্তিটির ব্যাপারে একটি সিদ্ধান্তে উপনীত হয়েছেন। বলা হচ্ছে— নামাজের সময় মূর্তি, প্রতিকৃতি বা ভাস্কর্যটি ঢেকে রাখা হবে। সিদ্ধান্তটি কতটা হাস্যকর হয়েছে তা কৌশলগত কারণে বলা […]
সেনেগাল