দুই টাকার ঘুড়ি । বিক্রম আদিত্য

follow-upnews
0 0

আজ পেয়েছি দুইটি টাকা,

টাকা যায় না জমিয়ে রাখা।

রঙিন ঘুড়ি কিনব আমি,

ঘুড়ি তো নয় বেশি দামী।

বাতাসে ভেসে ঘুড়ি যাবে উড়ে,

আমারটা উড়বে সবার উপরে।

এটা আমার ঘুড়ি, আমার কেনা,

দাম দিয়ে করো না একে বিবেচনা।

হোক সে ঘুড়ি দুইটি টাকার,

এর আনন্দ হাজার হাজার।


বিক্রম আদিত্য

Next Post

অবহেলিত // শেকস্ রাসেল

বাবা বাড়িতে প্রায়ই খাওয়া দাওয়ার  আয়োজন করতেন। ঘরে ঠিকমত ছাদটুকু নেই, কিন্তু মাঝে মাঝে বাড়িতে খাসি বা শুকর মেরে বন্ধু-বান্ধব নিয়ে না খেলে ওনার ভালো লাগত না। আসলে প্রাচুযর্হীন জীবনে ওনার অন্তরের আভিজাত্যে এবং প্রচুর জীবনীশক্তির প্রকাশ ঘটত আয়োজন করে খাওয়া-দাওয়া এবং খেলাধুলার মাধ্যমে। অন্যরা আড্ডা দিতেন কাজের ফাঁকে ফাঁকে। […]