মানুষের জন্য // দিব্যেন্দু দ্বীপ

follow-upnews
0 0
কান্নাগুলো লজ্জাবনত হয়ে
হৃদয়ে গচ্ছিত থাক
কথা দিয়েছি ওদের,
ডালা ডালা সুখ ঢেলে
মেপে মেপে সমান করে নেব
একদিন তোমাদের ঠিকই
তবু ওরা মাঝে মাঝে
ফুসরত খোঁজে নিষ্ক্রান্ত হবার,
যেমন কোনো শিশু হাতছানিতে
পিছু নেয় অপহরণকারীরও!
পৃথিবীর সকল শক্তি জড়ো করে
মাথাটা উঁচু করি,
ছোটবেলায় দেখেছিলাম
পিতাকে ঝড়ে কাঁত হয়ে পড়া
প্রিয় কমলা লেবু গাছটাকে
সোজা করে বেঁধে দিতে ঠেসে এমন
ধমকে ওদের ফিরিয়ে দিই রোজ
মুখ ভার করে বলি,
ভিখিরির মত ঘুরে বেড়াবে
কেউ ভালোবাসবে বলে!
তা হবে না জেনে নিও,
শপথ নাও আজ থেকে
কাউকে কবে না কোনোদিন
কত ব্যথা লুকিয়ে আছে
পৃথিবীর অতলে
ষষ্ঠ এক মহাসগার হয়ে
যদি কেউ খুঁজে নেয়
বেদনার সব রং,
ডেকি নিতে আসে ভালোবেসে,
তবেই তোমরা শুধু মুক্তি পাবে
এখন ঘুমাও, দলবদ্ধ করো যদি

নতুন কোনো দুঃখ যদি আসে আরও


দিব্যেন্দু দ্বীপ

সাহিত্যিক, সাংবাদিক
Next Post

পদ্মাবতী // অলভ্য ঘোষ

ইলেকশন ইলেকশন মিশন গুজরাট পদ্মাবতী হিন্দি ছবি দেশ জুড়ে বিতর্কের হাট। পদ্মাবতী পদ্মাবতীর ইতিহাস লঙ্ঘন তথ্যের কারচুপি নেইকো সমর্থন। -কি করে জানলে দেখেছ ছবি? -না! বলেছে এক রাজপুত কবি। আলাউদ্দিন এর সাথে রানীর স্বপ্নে প্রেম সিকোয়েন্স; স্বল্প পোশাকে ঘূমর নাচে মান মর্যাদা ডিস ব্যালেন্স। -দীপিকার নাক কেটে নাও সঞ্জয় লীলার […]