ওদের বড়াই // দিব্যেন্দু দ্বীপ

follow-upnews
0 0

বঙ্গবন্ধুর জন্য শোক ওগো

বাইয়া বাইয়া পড়ে,

তাই ওরা এখন মুজিব কোর্টের

আরবীয় ভার্সান বানায়ে পরে!

মানুষ এমনই

একদিন না একদিন সে

নিজের ফাঁদে নিজেই পড়ে।

কেমন দেখাচ্ছে?

জাতির পথপ্রদর্শক তো!

নিশ্চয়ই আমাগোরে শেখাচ্ছে।

চশমাটাও দেখছি কালো,

ভালো! ভালো! খুবই ভালো!

একটা উৎসবের আমেজ,

মুচকি হাসি মুখে, নাকি অতি দু:খে?

দেশে শতভাগ ওরা কাদের,

একটু পশ্চিম গেলে

সেজে নেয় কাফের,

আবার বাও বুঝে গোমেজ।

ভীষণ একটা উৎসবের আমেজ! 

এইতো একটা দেশ,

বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্ন

ওদের বড়াইয়ে হচ্ছে শেষ।

গড়তে হলে মানুষের ভূমি,

পেরোতে হবে

আরও অনেক চড়াই উতরাই,

আসবে কি তুমি?

প্রকৃতি-প্রাণ বাঁচাতে চলো

আবার আমরা ন্যায়যুদ্ধে যাই।


লেখক:  সাহিত্যিক ও সাংবাদিক

Next Post

এক সময়ের মুক্তিযোদ্ধা ডাঃ জাফরউল্লাহ চৌধুরীর বর্তমান রাজনীতি // আলি আকবর টাবী

সম্প্রতি এক সমাবেশে ডাঃ জাফরুল্লাহ চৌধুরী সনাতন হিন্দু ধর্মের সমালোচনা করে বলেন, “মহাভারত রামায়ণ, শঠতা, প্ররোচনা ও মিথ্যাচারের গল্প কাহিনী।” এই বক্তব্যের মধ্য দিয়ে প্রমাণিত হলো, বাহিরে প্রগতিবাদী হলেও ভেতরটা আল্লামা শফীর হেফাজতি দর্শনে ভরপুর তার। অবসরপ্রাপ্ত মেজর সিনহার হত্যাকাণ্ডের স্বচ্ছ বিচারের ব্যাপারে দেশবাসী ঐক্যবদ্ধ। কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে […]
আলী আকবর টাবী