বিশ্ব নারী দিবসের ( আদি নাম আন্তর্জাতিক কর্মজীবী নারী দিবস) শুভেচ্ছা পৃথিবীর সকল পুরুষকে।
পুরুষদের শুভেচ্ছা এইজন্যই যে তাদের জন্যই নারীরা “প্রতিবন্ধী দিবস”, “প্রানী দিবস”, “এইডস দিবস”, আর “বন্য প্রাণী দিবস” -এর মত একটা দিবস পেয়েছে!
শুভেচ্ছা সেইসব পুরুষদের যারা রাস্তায় নারী জাতির দিকে লোভাতুর দৃষ্টিতে তাকিয়ে একজন নারীকে ভেতরে ভেতরে একশো বার মরে যেতে সাহায্য করে।
শুভেচ্ছা সেইসব পুরুষদের, যারা নিষিদ্ধ পল্লীতে গমনে কুণ্ঠা বোধ করে না, কিন্তু বিয়ের সময় কুমারীর সন্ধানে মুখিয়ে থাকে, স্ত্রীর সতীত্ব পরীক্ষা করতে চায় নানানভাবে।
শুভেচ্ছা সে’সব পুরুষদের যারা নিজের মা-বোনের অপমান দেখতে পারে না, কিন্তু অন্যের মা-বোনের জন্য বাজে ব্যবহারের সর্বোচ্চ করতে দ্বিধাবোধ করে না।
শুভেচ্ছা অবশ্যই সে’সব পুরুষদের যারা বিয়ের আগে নিজের জামা-কাপড় ময়লা,ইস্ত্রি ছাড়াও পরতে পেরেছে। হলের জঘন্য খাবারও অমৃত
বলে খেয়েছে, কিন্ত বিয়ের পর ইস্ত্রি করা ছাড়া কাপড় পরতে পারে না, তরকারিতে জিরা কম হলে সেটাও ধরতে পারে, সে খাবার মুখে রোচে না বলে
টেবিল ছেড়ে উঠে যেতেও পারে!
আরও অনেক ধরনের বিশেষ পুরুষ আছে। তাদের সবাইকেই বিশেষ শুভেচ্ছা।