সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আজ শাবানা জানান, এই অমানবিক প্রথা মুসলিম মহিলাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করে। এই প্রথা তাদের সমানাধিকার এবং ক্ষমতায়নের পথে বড়ো বাধা।
এদিন সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে শাবানা আজমী বলেন, পবিত্র কোরানেও এই প্রথার অনুমতি নেই। সম্প্রতি দেশজুড়ে (ভারত) তিন তালাক প্রথার বিলোপ নিয়ে বিতর্ক চলছে। সুপ্রিম কোর্টও কিছু পিটিশনের প্রেক্ষিতে তাদের রায়দান স্থগিত রেখেছে।
এর আগে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শাবানা বলেন, কোনো সমাজের অগ্রগতি পরিমাপ করতে গেলে প্রথম সেই সমাজে মহিলাদের অবস্থার বিচার করা দরকার। একজন আলোকপ্রাপ্ত মহিলাই আরও একজন মহিলাকে পথ দেখাতে পারেন। সহায়ক গ্রুপ তৈরি করে অবহেলিত মহিলাদের উন্নয়ন ঘটানোর পক্ষেও এদিন মত দেন তিনি।
“তিন তালাক প্রথা অমানবিক এবং তা মুসলিম মহিলাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করে।” লুধিয়ানায় এক অনুষ্ঠানে এই ভাষাতেই তিন তালাক প্রথার বিরুদ্ধে প্রতিবাদ জানান অভিনেত্রী ও সমাজকর্মী শাবানা আজমী। তিনি বলেন, সরকারের উচিৎ মুসলিম মহিলাদের অধিকার সুরক্ষিত করা এই প্রথার বিলোপ ঘটাতে কোনো দ্বিমত থাকা বাঞ্ছনীয় নয়।