
মন্দিরে নামাজ পড়লেন ৫০০ মুসলিম
খিচুড়ি, সঙ্গে পাঁচরকম ভাজি, নিরামিষ তরকারি, চাটনি, পায়েস —মনকামেশ্বর শিব মন্দিরের হেঁশেলে মোটামুটি এটাই নিত্যদিনের মেনু। কিন্তু, হঠাৎই সেই তালিকায় আগাপাশতলা বদল। আলু-পটলের বদলে কড়ায় চেপেছে আলুর চপ, নিরামিষ তরকারির বদলে পেঁয়াজি, পাউরুটির কাটলেট। খিচুড়ির বদলি টক-ঝাল ভাতের পদ। সঙ্গে মিষ্টি, কফি, খেঁজুর ও অন্য ফলমূল। ঈশ্বরের কাছে মানত রেখে উদয়াস্ত উপোসী রয়েছেন যাঁরা, তাঁদের…