একজন কিশোরকে পিটিয়ে মেরে ফেলল সবাই মিলে: দানবত্বের দেশের লোভ, নিষ্ঠুরতা এবং দাসত্বের কথা
কতটা ঘৃণ্য ক্ষুধা হলে এমন হয় মানুষ! কতটা অন্ধ অসভ্য হলে এমন হয় মানুষ! ওরা গিলে খায় শিশুর দেহ, যন্ত্রণায় কাতর মায়ের কঙ্কাল। ওরা গিলে খায় সভ্যতা দেশ কাল । এরা মানুষের বেশে অজানা এক জন্তু জানোয়ারের পাল। মানুষ! তবু বলতে হবে শ্রেষ্ঠ! এই এক দেশ– এদেশে রাজনীতি আছে, এখানে রাষ্ট্র আছে, সরকার আছে, ধর্ম আছে;…
