ছোটগল্প: জয় বাংলা
কেন আমি অস্ত্র হাতে নিয়েছি? কেন মারব আমি ওদের? আমার হাত কাঁপছে, আমার শরীর অবশ হয়ে আসছে। আমি পেরে উঠছি না। আমি পারব না, নরপশুর রক্ত ঝরাতেও আমি এমন অপারগ!! কেন পারব না? আমাকে পারতে হবে, আমাকে পারতেই হবে। তোমরা জানো না? তোমরা শুনতে চাও না? ওরা সশস্ত্র দশ বারো জন সেদিন ২৫…