ড. ললিত মোহন নাথ-এর স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন সহধর্মিণী আরতি নাথ

follow-upnews
0 0

গবেষণা ও প্রশিক্ষণ ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ঢাকা বিশ্ববিদ্যালয় পদার্থবিদ্যা বিভাগের প্রথিতযশা প্রাক্তন অধ্যাপক ও চেয়ারম্যান, জগন্নাথ হলের প্রাক্তন প্রাধ্যক্ষ, আন্তর্জাতিক খ্যাতিমান পদার্থবিদ, সামাজিক আন্দোলনের পুরোধা, সর্বজন শ্রদ্ধেয় প্রয়াত অধ্যাপক ড. ললিত মোহান নাথ-কে স্বাধীনতা পুরস্কার (মরণােত্তর) ২০১৭ প্রদান করা হয়। দেশের সর্বোচ্চ সম্মানসূচক প্রদত্ত এই পুরস্কার আজ (২৩ মার্চ) মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট থেকে গ্রহণ করেন অধ্যাপক নাথ-এঁর সহধর্মিণী মিসেস আরতি নাথ।




Next Post

আজ ২৫শে মার্চ। জাতীয় গণহত্যা দিবস

আজ সেই ভয়াল ও বীভত্স কালরাত্রির স্মৃতিবাহী ২৫ মার্চ, জাতীয় গণহত্যা দিবস। মানব সভ্যতার ইতিহাসে একটি কলঙ্কিত হত্যাযজ্ঞের দিন। একাত্তরের অগ্নিঝরা এই দিনে বাঙালির জীবনে নেমে আসে নৃশংস ও বিভীষিকাময় কালরাত্রি। এ রাতে বর্বর পাক বাহিনী ‘অপারেশন সার্চলাইট’ নামে স্বাধীনতাকামী বাঙালির ওপর হিংস্র দানবের মতো ঝাঁপিয়ে পড়েছিল। আর এদিন বাঙ্গালি […]