ইতিহাসের পাঠ : মুক্তির মঞ্চ-১
ইউরোপ আমেরিকা এমনি এমনি ইউরোপ আমেরিকা হয়ে ওঠেনি নিশ্চয়ই। নিঃসন্দেহে তারা এখন তুলনামূলকভাবে উন্নত এবং ‘সভ্য’। শুধু সম্রাজ্যবাদ দিয়ে এভাবে উন্নতির শিখরে পৌঁছানো যায় কি? এটা আমাদের মতো কথিত তৃতীয় বিশ্বের মানুষের এক ধরনের অনুধাবনকৃত ন্যারেটিভ যে, তারা শুধুই সম্রাজ্যবাদী এবং সম্রাজবাদই তাদের সকল উন্নতির একমাত্র চাবিকাঠি। সত্য আসলে কি তাই? তাদের এই সভ্যতারও লম্বা…