ব্রেন ডেথ সুরভির অঙ্গে নতুন জীবন পাঁচজনের
শনিবার সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে আসানসোলের বাসিন্দা বাইশ বছরের সুরভি বরাটের ব্রেন ডেথ হয়। এরপরেই তার অঙ্গদানের সিদ্ধান্ত নেয় পরিবার। সেইমতো রবিবার রাতে সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচার করে সুরভির দেহ থেকে অঙ্গ সংগ্রহ করা হয়। তারপর, পাঁচজনের দেহে সেই অঙ্গ প্রতিস্থাপন করার সিদ্ধান্ত নেওয়া হয়। জানা গিয়েছে, সুরভির লিভার, দুটি কিডনি ও দুটি চোখ…