কক্সবাজারে শত কোটি টাকার খাস জমি দখল
কক্সবাজারে শত কোটি টাকার খাস জমি ও পাহাড় অবৈধ দখলে যাচ্ছে। গভীর রাত থেকে শুরু করে কাকডাকা ভোর পর্যন্ত পাহাড় কেটে স্থাপনা নির্মাণের কাজ চলছে। অবৈধভাবে পাহাড় কাটায় কলাতলীর গুরুত্বপূর্ণ স্থাপনা মাইক্রোওয়েভ স্টেশন হুমকির মুখে পড়েছে। স্টেশনের শত কোটি টাকার জমির বেশির ভাগ দখলবাজ চক্রের কবলে চলে গেছে। নোটিশ, জরিমানা, মামলা ও অভিযান চালালেও দখল…