
বিস্ময়কর গ্রাম অরোভিলঃ মানবিকতা এবং সাম্যবাদের চর্চায় পৃথিবীতে যে গ্রামটি হয়ে উঠেছে একটি মডেল গ্রাম
অরোভিল বিশেষ কারো নয়, অরোভিল সমগ্র মানবজাতির। এখানে কোনো ধর্ম, বর্ণ বা গোত্র নেই। এখানে সবাইকে সমভাবে দেখা হয়। এখানে সবার বেতন একইরকম, উৎকৃষ্ঠ বা নিকৃষ্ঠ বলে কিছু নেই, কেউ উচু নয় বা কেউ নিচু নয়। অরোভিলে কোনো অপরাধ নেই, কেউ কোনো অপরাধ করে না। একজন ফরাসি নারী অরোভিল নামক আশ্চর্য এই ছোট্ট শহরটির প্রতিষ্ঠাতা।…