খুনী মতবাদ ধারণ ও খুনের মধ্যে তফাত সামান্যই
২০০৫ সালে ফ্রান্সের ট্যুর শহরে গিয়েছিলাম XXV IUSSP International Population Conference-এ প্রবন্ধ পড়তে। এই কনফেরেন্সের বিশেষত্ব হলো সারা পৃথিবীর একাডেমিকরাই নন শুধু পলিসি মেকার, বেশ কয়েকটি দেশের মন্ত্রী, এমনকি কয়েকটি দেশের প্রধানমন্ত্রী/প্রেসিডেন্ট পর্যন্ত যোগ দিয়েছেন। এডিনবরা থেকে মোট ৬জন যোগ দিয়েছিলাম এই কনফারেন্সে। আমরা দুজন প্রফেসরের গাড়িতে ডোভার থেকে ফেরি পার হয়ে কালাই গিয়েছিলাম। সেখান…