এভারেস্টে বাঙ্গালী নারীর জীবন বাঁচিয়েছেন ব্রিটিশ অভিযাত্রী লিসবন
এভারেস্ট চূড়ার থেকে মাত্র হাত ছোঁয়া দূরত্বে ছিলেন তিনি। কিন্তু চূড়ায় না উঠে ফিরে এলেন ব্রিটিশ অভিযাত্রী লেসলি জন বিনস। তবে পরাজয়ের গ্লানি নিয়ে নয়, কোনো একজনের জীবন বাঁচাতে। একজন ভারতীয় বাঙালি নারীকে বাঁচাতেই হিমালয় জয়ের স্বপ্ন বিসর্জন দিয়েছেন লেসলি জন। তার সঙ্গীরা অবশ্য ইতোমধ্যে উঠে গেছে এভারেস্ট চূড়ায়। এভারেস্ট জয় না করলেও মানবতার চূড়া…