
ধৈর্য্য না হারানোর জন্য অনুরোধ করেছেন বইটির লেখক
অনেক দিন ধরে বইটি নিয়ে কথাবার্তা হচ্ছে। কিন্তু বের হয় বের হয় করে বইটি এখনো বাজারে না আসাতে অনেকেই ক্ষোভ প্রকাশ করে মেইল করেছেন। তাদের কাছে দুঃখ প্রকাশ করেছেন বইটির লেখক দিব্যেন্দু দ্বীপ। নানবিধ ব্যস্ততার কারণে তিনি সময় দিতে পারেননি, ফলে বইটি শেষ আঁচড়েরে অপেক্ষায় রয়েছে। আমরা আশা করছি আগামী মাসে বইটি অবশ্যই বাজারে আসবে।…