
এ কোন বাংলাদেশ!
নিষ্ঠুরতার কোন সমীকরণই যেন এখানে খাপ খায় না। সিরিয়াল কিলারদের গল্প অনেকে শুনেছেন, তাও এখানে হার মেনেছে অনেক আগে। পূর্বে ঘটা নিষ্ঠুরতাকে হার মানাতে নতুন খবর আসছে ছাপ্পান্ন হাজার বর্গমাইলের কোন এক প্রান্ত থেকে। জনসমক্ষে বেঁধে পিটিয়ে রাজন হত্যা, এয়ার কম্প্রেসারের বাতাস ঢুকিয়ে শিশু শ্রমিক রাকীব হত্যা… চারিদিকে শিশু নির্যাতন, শিশু হত্যার মিছিল। দিনে দিনে…