গ্রিক সভ্যতার পঁচিশ বরপুত্র
দার্শনিক * সক্রেটিস : তাকে পশ্চিমা দর্শনের ভিত্তি স্থাপনকারী বলা হয়। তৎকালীন শাসকেরা তাকে হেমলক নামক বিষপান করিয়ে হত্যা করেছিল। * প্লেটো : দার্শনিক এবং গণিতবিদ। তিনি এথেন্সে ‘অ্যাকাডেমি’ নামে একটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছিরেন। এটিই পশ্চিমা বিশ্বের প্রথম উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান। ‘এপোলজি’ এবং ‘ক্রিটো’ তার বিখ্যাত দুটি গ্রন্থ। * এরিস্টটল : দার্শনিক এবং বিজ্ঞানী।…