শোষকের শয্যা
কোমল শয্যায় ঘুম আসে না, স্বৈরিণী সিক্ত হয় কামাতুর কল্পনায়। তুলতুলে-দুলদুলে দেহ অতৃপ্ত হতে চায় আরও কোন গোপনীয় পুলকের লোভে। অর্থকারী স্বামী নিরর্থক গল্প সাজিয়ে কাল বিলম্ব করে না স্ত্রী-শয্যায়, ভাবে, সবকিছু ঠিক আছে অর্থের কব্জায়। জায়ার অতৃপ্ত মন মোহাচ্ছন্ন হয় অসহ্য অবসরে, মেয়াদ উত্তীর্ণ মদের বোতল ফেনিয়ে ওঠে, ছিপি ছিটকে কৃত্রিম যৌবন বেরিয়ে আসে…