
শুধু ভালোবাসা নয়, যৌনেচ্ছা প্রকাশের স্বাধীনতাও থাকা উচিৎ
ভালোবাসার কথা বলা যায়, তবু বুক কাঁপে প্রায় সবার। ভালোবাসা প্রকাশে আইনগত বাধা নেই বাংলাদেশে, তবে যৌনেচ্ছা প্রকাশের সুযোগ নেই, সামাজিকভাবে তো নেই, আইনটাও খুব গোলমেলে। বিষয়টিকে ঘিরে কেউ অভিযোগ করলে ইচ্ছাপোষণকারীর জেল পর্যন্ত হতে পারে। পতিতাবৃত্তিও বাংলাদেশে বৈধ নয়। আইনে যাই থাক প্রশ্ন হচ্ছে, ব্যক্তির যৌন জীবনের স্বাধীনতা থাকা উচিৎ কিনা? অনেক দেশই বিষয়টিকে…