
দুই টাকার ঘুড়ি । বিক্রম আদিত্য
আজ পেয়েছি দুইটি টাকা, টাকা যায় না জমিয়ে রাখা। রঙিন ঘুড়ি কিনব আমি, ঘুড়ি তো নয় বেশি দামী। বাতাসে ভেসে ঘুড়ি যাবে উড়ে, আমারটা উড়বে সবার উপরে। এটা আমার ঘুড়ি, আমার কেনা, দাম দিয়ে করো না একে বিবেচনা। হোক সে ঘুড়ি দুইটি টাকার, এর আনন্দ হাজার হাজার। বিক্রম আদিত্য