মৃত ভেবে সেদিন পাকিস্তানি আর্মিরা আমাকে ফেলে গিয়েছিল // বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী
আমি ছিলাম রামপুরা এলাকার প্লাটুন কমান্ডার। দাসেরকান্দি, কায়েতপাড়া, মেরাদিয়া, ফকিরখালি ইত্যাদি এলাকাগুলিতে আমাদের তৎপরতা ছিল। তখন বাড়িটি এমন ছিল না, বলতে গেলে এ এলাকায় তেমন কোনো ভবনই ছিল না। আমাদের বাড়িটি ছিল একটা টিনের ঘর। টিভি সেন্টার হিসেবে তখন কেবল একটি একতলা ভবন হয়েছে। ৮ এপ্রিল আমি ট্রেনিং করতে ভারতে যাই। মুরাদনগর দিয়ে নদী পার…