
পুরনো শহর // শাহিদা সুলতানা
এ শহরটা এখন খাঁ খাঁ করে যেন বহুদিন বৃষ্টি হয়নি এখানে, গাছের হলদে পাতায় ধুলোর কারুকাজে পাল্টিয়েছে হরপ্পা দিনের স্মৃতি। এ শহরের আনাচে কানাচে খটখটে রোদ জমে জমে বাড়িয়েছে বয়সের বলিরেখা—অথচ মাত্র কদিন! এ শহরের চেনা এভিনিউ ধরে হেটে গেলে একদিন মিলতো সুগন্ধি আতরের হাট বসরায়ী গোলাপের বাহারী বাজার— পার হয়ে গেছে কি বহুকাল? এ…