আমাকে না চেনা মানে তোমার নিজেকেই না চেনা
সাব-সেক্টর কমান্ডার মুক্তিযোদ্ধা সাদী ভাই কদিন আগে মারা গেলেন। তাকে নিযে প্রেসক্লাবে কথা হবে কাল (আজ) বিকালে। আমন্ত্রণ পাঠিয়েছেন কর্ণেল নুরুন্নবী (বীরবিক্রম) ভাই, আমার প্রিয় মানুষ। (আর একজন মারা গেছেন সম্প্রতি, গোপালগঞ্জের দুধর্ষ যোদ্ধা জেসিও হেমায়েত)। কিন্ত গিয়ে কী বলবো? যা বলা দরকার তা বলা যাবে না। ঠিকমত সব কথা বলতে গেলে জেলে যাবার প্রস্ততি…