বিশেষ সম্পাদকীয়: ফুডবল ফেডারশনের বক্তব্য বিশ্বাসযোগ্য হচ্ছে না
বাফুফের বক্তব্যের মধ্যেই অবহেলার বিষয়ে পরোক্ষ স্বীকারোক্তি রয়েছে, কিন্তু দায় নেওয়ার মানুসিকতা নেই। এএফসি অনূর্ধ্ব-১৬ বাছাইপর্বে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে চূড়ান্ত পর্বে স্থান করে নেওয়া বাংলাদেশের কিশোরী ফুটবলারদের লোকাল বাস যাত্রা এবং যাত্রাপথের বিড়ম্বনার খবর প্রকাশের পর গণমাধ্যমে এবং অনলাইনে সমালোচনার মুখে ঘটনার ব্যাখ্যা দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বাফুফে জানিয়েছে, “অনূর্ধ্ব-১৬ মেয়েদের শীতাতপ নিয়ন্ত্রিত মাইক্রোবাসের…