‘মা’ হিসেবে নারীকে প্রয়োজনের অতিরিক্ত মহিমান্বিত করা তাদের মানুষ হিসেবে স্বীকৃতি না দেওয়ারই সামীল – দিব্যেন্দু দ্বীপ
পুরুষতান্ত্রিক সমাজে থাকতে থাকতে আমাদের একটা সমস্যা হয়েছে- ধরে নিয়েছি, নারী কোনো অপরাধ করতে পারবে না। বড় কোনো সুকর্ম নারী করতে পারবে না, বড় কোনো কুকর্মও নারী করতে পারবে না। কিন্তু মানুষ হিসেবে ধরলে পুরুষ যেমন খারাপ হয়, নারীও তা হতে পারে। নারীর অধিকার সমুন্নত রাখা আর নারীর প্রতি শুধু নারী হিসেবে সমর্থন দেওয়া এক…