
বিক্ষুব্ধ শোঁকগাথা // শাহিদা সুলতানা
কোনো কোনো সকাল যদিও মেঘশূন্য আকাশ বৃষ্টি বিহীন শীতের কুয়াশা নেই নেই গ্রহণের তিথি প্রকৃতিতে নেই কোনো ঝড়ের তাণ্ডব তবু এক অতর্কিত অন্ধকারে ডুবে যায় সমস্ত আলোর ময়দান। তুমি একে বলেছিলে ‘নিদারুণ দুঃসময়’- প্রমত্ত পদ্মায় তোমাদের পারাপারী নৌকা থিতু হলে তাই রক্তের দাগ মুছে দিয়ে তোমরা দেয়ালে সাজাও বিলাসী বেশভূষা, জীবনের আয়োজনে শোকের সঙ্গীত…