কবিতা // শাহিদা সুলতানা

follow-upnews
0 0

 

 

তুমি আর কোন দিন এসো না এখানে–
ঝরা পাতা উড়ে গেছে,
চৈতালী চাঁদ বসে আছে
ঝড়ের পরের নিস্তব্ধ
জোছনা নিয়ে
তোমার অপেক্ষায়!

তুমিও পেরিয়েছ এক বিরান
উপোষী সমূদ্র,
সবুজ ডাংগা থেকে বহু বহু দূরে-
নক্ষত্রের রাতে রাতে
তোমাকে হয়তোবা শুনিয়েছে গান
কোন কোন অরুন্ধতী
তোমার একলা বেলায়,
বিরান শূন্যতায় সেই সুরে
তোমার কল্পনা ছুয়ে গেছে
দূরের সবুজ ক্লাউড ফরেস্ট
অধরা ইচ্ছে ভ্রমর হয়ে।

তুমি ফিরে যাও
ভ্যানগগের অলিভ বনের পথে
মেষ পালকের বেশে
পাহাড়চূড়ায়,
বৃষ্টির রেনু ছুতে,
তুমি ফিরে যাও,
যেখানে হারিয়েছো
সুখের মাদুলি খানি,
সেই সমূদ্র সৈকতে,
ফিরে যাও স্টারবাক কফির
স্মৃতিময় নিরালায়।

আমিও ঘুমাতে চাই একা
এই বিষন্ন জলের বিছানায়
গভীর নীল সমূদ্রের মতো
প্রগাঢ় শান্তিতে ।


শাহিদা সুলতানা   

Next Post

শহীদুল আলমকে নিয়ে লিখেছেন তসলিমা নাসরিন

বর্তমান সময়ের একটি আলোচিত বিষয় হচ্ছে আন্তর্জাতিক খ্যাতিপ্রাপ্ত ফটোগ্রাফার শহীদুল আলমের গ্রেপ্তার এবং তাকেরিমান্ডে নেয়ার বিষয়টি। রাজধানীর রমনা থানার আইসিটি মামলায় দৃক গ্যালারির প্রতিষ্ঠাতা ও আলোকচিত্রী শহীদুল আলমকে গ্রেফতার দেখায় পুলিশ। জিজ্ঞাসাবাদ শেষে সোমবার (০৬ আগস্ট) বিকেলে তাকে গ্রেফতার দেখানো হয়।  এর আগে রোববার (৫ আগস্ট) রাত পৌনে ১১ টার […]
Taslima Nasreen