জনতা ব্যাংকঃ লোকবল অনেক বেশি, অনিয়মের ছড়াছড়ি খুলনা কর্পোরেট শাখায়
“ক্রেতার চেয়ে যেন বিক্রেতা বেশী!” কথাটি রূপকার্থে বলা হলেও মেঘের মতো সত্য। খুলনা অঞ্চলে জনতা ব্যাংকের প্রায় সব শাখাতেই প্রয়োজনের তুলনায় লোকবল বেশী। খুলনা শহরের শাখাগুলোতে এটা অনেক বেশী। বিশেষ করে খুলনা শহরের হাদিস পার্ক সংলগ্ন খুলনা কর্পোরেট শাখায় এ চিত্র খুবই দৃষ্টিকটু। প্রয়োজনের তুলনায় অনেক বেশী লোকবল থাকলেও শাখাটিকে সচল করার জন্য বিশেষ কোনো…