স্কটিশ শল্য চিকিৎসাবিদ প্যাট্রিক রাসেলের নাম থেকে ’রাসেল ভাইপার’
স্কটিশ শল্য চিকিৎসা এবং প্রকৃতিবিদ প্যাট্রিক রাসেল (১৭২৭ – ১৮০৫), যিনি ইন্ডিয়াতে কাজ করেছেন, ইন্ডিয়ান সাপের ওপর গবেষণা করেছেন। মূলত তার নাম থেকেই এসেছে ‘রাসেল ভাইপার’ (বৈজ্ঞানিক নামঃ Daboia russelii) নামটি। প্যাট্রিক রাসেলকে ইন্ডিয়ান হারপেটোলজির (সরিসৃপ জাতীয় প্রাণী) জনক বলা হয়। প্যাট্রিক রাসেল জীবনের প্রথম পর্বটি কাটিয়েছিলেন মধ্যপ্রাচ্যে, বিশেষ করে সিরিয়ায়। এরপর (১৭৮৫ – ১৭৮৯)…