
অন্য সব বিভাগের মতো আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রককেও সাপ হয়ে কাটতে হয় এবং ওঝা হয়ে ঝাড়তে হয়
আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদ। খাদ্য বিভাগের কাজ শুধু নাগরিকদের কাগজে কলমে নাগরিক সুবিধা দেওয়ার বিষয় নয়, এই বিভাগ থেকেই সরাসরি মানুষের বেঁচে থাকার অবলম্বন খাদ্য সরবরাহ করা হয়। অন্যসব বিভাগের একটি অফিস হয়তো সকল উপজেলায় রয়েছে, কিন্তু খাদ্য বিভাগের অতিরিক্ত হিসেবে প্রতি উপজেলায় রয়েছে একটি খাদ্য গুদাম। এখান থেকেই ওএমএস, টিসিবি, টিআর…