ফেসবুকে বাণী ছাড়া বিসিএস সুশান্ত পালকে দুর্নীতির অভিযোগে বান্দরবানে বদলী করা হয়েছিলো

follow-upnews
0 0

বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশের পর কক্সবাজার কাস্টমস এক্সাইজ ও ভ্যাটের ডেপুটি কমিশনার সুশান্ত পালকে সদর দফতরে ও অতিরিক্ত দায়িত্বে বান্দরবান বিভাগে বদলি করা হয়ছে।

জানা যায়, গত ২০ ডিসেম্বর (২০২০) পরবর্তীতে বিভিন্ন পত্রিকা ও অনলাইনে ‘কক্সবাজার কাস্টমস এক্সাইজ ও ভ্যাট অফিসে ঘুষের মহোৎসব সরকার হারাচ্ছে কোটি কোটি টাকার রাজস্ব’ শিরোনাম এবং মাসিক চুক্তির কারণে সরকার হারাচ্ছে কোটি টাকার রাজস্ব শীর্ষক বস্তুনিষ্ঠ ও তথ্য ভিত্তিক প্রতিবেদন প্রকাশিত হয়।

তবে সিন্ডিকেট প্রধান সুশান্ত পাল বদলি হলেও অন্যরা এখনো বহাল তবিয়তে আছেন।

জানা যায়, কক্সবাজার বিভাগের ডেপুটি কমিশনার সুশান্ত পাল ও রাজস্ব কর্মকর্তা সব্যসাচী সিকদার, সহকারী রাজস্ব কর্মকর্তা মো. সালাহ্ উদ্দিন, জসিম উদ্দিন, আনিসুল করিম, সৈয়দ মো. আবু রাসেল,আবছার উদ্দিন, তৌফিক আহমেদের যোগসাজশে অফিসটি দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছিলো। ফলে সরকার হারাচ্ছিলো কোটি কোটি টাকার রাজস্ব। তথ্যসূত্র: দৈনিক সংবাদ, ক্যাম্পাস টাইমস্, প্রকাশঃ ০৭/০১/২০২১

Next Post

শিক্ষক দিবসে কবি সুশান্ত সরকারের নিবেদন

শিক্ষক তুমি মহান মানুষ গড়ার কারিগর, তোমার ছোঁয়ায় এবং অকৃত্রিম ভালোবাসায় মনুষ্যত্বের পোশাক পরে থাকি জীবনভর। তোমার জ্ঞান-গরিমায় আলোকিত ছাত্রসমাজ, দেশ গড়ার হাতিয়ার তুমি, মোমবাতির ন্যায় প্রজ্জ্বলিত হয়ে ছড়াও জ্ঞানের আলো, তোমার জন্য হতে পারে অনন্য আমাদের এ মাতৃভূমি। সাধারণে অসাধারণ তুমি, নীতিবোধে, এমনকি জীবনযাপনে, তোমার সারাজীবন কেটে যায় অকৃত্রিম […]
সুশান্ত সরকার