শিক্ষক দিবসে কবি সুশান্ত সরকারের নিবেদন

follow-upnews
0 0

শিক্ষক তুমি

মহান মানুষ গড়ার কারিগর,

তোমার ছোঁয়ায় এবং অকৃত্রিম ভালোবাসায়

মনুষ্যত্বের পোশাক পরে থাকি জীবনভর।

তোমার জ্ঞান-গরিমায় আলোকিত ছাত্রসমাজ,

দেশ গড়ার হাতিয়ার তুমি,

মোমবাতির ন্যায় প্রজ্জ্বলিত হয়ে ছড়াও জ্ঞানের আলো,

তোমার জন্য হতে পারে অনন্য আমাদের এ মাতৃভূমি।

সাধারণে অসাধারণ তুমি, নীতিবোধে, এমনকি জীবনযাপনে,

তোমার সারাজীবন কেটে যায় অকৃত্রিম ভালোবাসা ও জ্ঞানবিতরণে।

 

মা-বাবার পরেই পূজ্য তুমি,

আমাদের জ্ঞানের গুরু তোমায় আজ নতশিরে প্রণমি।

শিক্ষক হলেন সত্য ও আলোর পথের যাত্রী,

জাতি গড়ার কারিগর।

শিক্ষক মানেই নিঃস্বার্থভাবে জ্ঞানের আলো বিতরণ,

অজ্ঞতার জগতে আলোর দিশারী তুমি,

তুমি ন্যায়নিষ্ঠ, সদাচারী, ক্ষমাশীল এবং কর্তব্যপরায়ণ।


কবিঃ অতিরিক্ত পুলিশ সুপার।

কবি সুশান্ত সরকার বর্তমানে বাংলাদেশ পুলিশ বাহিনীতে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত। তিনি পড়াশুনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে। শৈশব এবং কৈশর কেটেছে ঠাকুরগাঁও-এ টাঙ্গন নদীর তীরে পৈতৃক নিবাসে। এসএসসি ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় থেকে, এইচএসসি ঢাকা কলেজ থেকে। ছোট বেলা থেকেই তিনি পড়াশোনার পাশাপাশি সংস্কৃতির সাথে যোগ রেখেছেন। বাংলাদেশ পুলিশ বাহিনীতে সুনামের সাথে কাজ করার পাশাপাশি সুশান্ত সরকার বর্তমানে কাব্যচর্চায় মনোনিবেশ করেছেন। ভ্রমণপ্রিয় এ মানুষটি শিশুদের সাথে সময় কাটাতে পছন্দ করেন। ছিন্নমূল এবং তৃণমূলের মানুষের প্রতি তার রয়েছে বিশেষ ভালোবাসা এবং দায়বদ্ধতা।

Next Post

ছোটগল্পঃ হানিমুন // দিব্যেন্দু দ্বীপ

পালাতে হবে। পালানো ছাড়া আর কোনো উপায় সামনে দেখছি না। একটি যুতসই ব্যাগ দরকার যাতে দু’জনার অতি প্রয়োজনীয় জিনিসপত্রগুলো ঠিকঠাক এঁটে যায়। দু’জনেই আমরা এ বিষয়ে একমত— বেঁচে থাকাটাই এখন আমাদের একমাত্র উদ্দেশ্য। গতকাল যারা আমাদের সাহায্য করেছে তাদের কাছে অবশ্যই আমরা কৃতজ্ঞ। বাঁচা মরার লড়াইয়ের এই উপলক্ষ কিছুতেই শুধু […]
ছোটগল্পঃ হানিমুন