শুধু একটি মিলেই বিক্রি হয়েছে ২০ হাজার কেজি সরকারি বীজ
কৃষকের প্রাপ্য সরকারি সংরক্ষণাগারের বীজ বিক্রয় করা হয়েছে চিড়ার মিলে! এক মিলেই শত শত বস্তা! ২০২৩-এর বীজও আছে। খুলনার একটি চিড়ার মিলে ধান বজগুলো খালাস হতে দেখা যায়। এ বিষয়ে বীজের ক্রেতা প্রতিষ্ঠান ‘মদিনা ফুড ইন্ডাস্ট্রিজ’-এর মালিকপক্ষ শাহাদাত হোসেন বলেন, আমরা ২০ টন (২০ হাজার কেজি) ধান বজ কিনেছি। এগুলো তিনি বরিশাল থেকে কিনেছেন বলে…