খুলনায় হরিজন কলোনিতে ছুরিকাঘাতে যুবক খুন, মূলধারার পত্রিকার দায়সারা নিউজ!
মূলধারার পত্রিকাগুলো বিষয়টি নিয়ে যে নিউজ করেছে, সেখানে আসলে তেমন কোনো তথ্য নেই। এমনকি নিহত যুবকের পরিচয়ও ঠিকমতো নেই। প্রত্যক্ষদর্শীর ভাষ্য নেই, পুলিশ এবং হাসপাতাল কতৃপক্ষের বক্তব্যও ঠিকমতো নেই। নিউজ পড়ে বোঝা যাচ্ছে এসকল পত্রিকার রিপোর্টার সরোজমিনে জায়গাটি পরিদর্শন করেননি।পরিষ্কারভাবে খুন হওয়া স্থানটি তুলে ধরা পত্রিকার দায়িত্ব, যাতে অন্যরা সেটি ক্লু হিসেবে নিতে পারে। নেই।…