
অলক্ষ্যে অলঙ্ঘনীয় // দিব্যেন্দু দ্বীপ
কী ভীষণ কষ্ট হয়ে যায়, তবু আমি এ পাহাড় বেয়েই চলি, পাথরচাপা ক্লান্ত কষ্ট বয়ে আমি এ হিমালয় বেয়ে চলি। এ জীবনের মানে হলো বিলীন হওয়া, এ জীবনের মানে হলো সমুদ্র সওয়া, আমি সয়েই চলি, আমি বয়েই চলি, শীর্ণ হলে আমি আরো তীব্র বলি, কৃষ্ণ গহ্বরে গর্ত করে তবু আমি প্রদীপ জ্বালি, আমি বেয়েই চলি,…