এ সুর তোমার জন্যও
কোনো মানুষ বিচ্ছিন্ন একটি দ্বীপের মতো নয় কেউই একাকী একটি দ্বীপ নয়; প্রত্যেক মানুষi মহাদেশের একটি অংশ, সমগ্রের একটি খণ্ড; একখণ্ড মাটি যদি সাগরের পানিতে ভেসে ভেঙ্গে পড়ে, সমগ্র ইউরোপ কমে, একইভাবে যদি একটি অন্তঃরীপ হারিয়ে যায়, একই হয় যদি ভেসে যায় তোমার বন্ধুর বাড়ি বা তোমার নিজের; যে কোনো মানুষের মৃত্যু আমাকে দুর্বল করে,…
