
সমুদ্রের সুখ // দিব্যেন্দু দ্বীপ
কাব্যগ্রন্থঃ সমুদ্রের সুখ প্রকাশকালঃ একুশে বইমেলা, ২০১৫ প্রকাশকঃ রতন চন্দ্র পাল প্রকাশনীঃ গ্রন্থকুটির উৎসর্গঃ নির্মলেন্দু গুণ সমুদ্রের কেন লাজ থাকবে? সমুদ্র কেন লুকাবে? দানবীয় ঢেউ না থাকলে তার সার্থকতাই বা কোথায়? অথৈ সাগরে জীবনের আয়োজন, সেখানে মৃত্যুরও আমন্ত্রণ। সাগর উন্মুক্ত এবং অবারিত। তীরে সে তটিনী, কখনো উন্মদিনী, গভীরে শান্ত-সাবলীল। নাবিক, জেনে নাও সাগর সংগমের সকল…