
ওয়াক থু // শেকস্ রাসেল
স্যাটায়ার খুবই প্রয়োজনীয় সাহিত্য, এটা একটা ব্যবস্থাকে দায়ী করে, ব্যক্তিকে নয়। যেহেতু আমরা সবাই কোনো না কোনো পেশার প্রতিনিধিত্ব করি, তাই স্যাটায়ার সাহিত্য অনেক সময় আমাদেরকেই ব্যঙ্গ করছে বলে মনে হয়। অনেক বন্ধুবান্ধবও এতে আক্রান্ত বোধ করতে পারে, কিন্তু বিষয় আসলে সেটি নয়, এটা স্রেফ একটি অপব্যবস্থাকে বিদ্রুপ করা, এবং বিদ্রুপ সাহিত্যের বৈশিষ্টই হচ্ছে তা…