সঞ্চিতা মিস্রের কবিতা
বোধ পাথরকঠিন একটা হৃদয়– চতুর্পাশে অদেখা প্রাচীরের মাথায় কাঁটার বেড়াজাল; ডিঙিয়ে যাবার সাহসে রক্তাক্ত প্রচেষ্টা সন্ধান করে ফেরে জাদুর জিয়নকাঠি। ইচ্ছাকৃত ঘুমের ভানে ভানটাই তো সব– শবের প্রাণ ফেরানো জিয়নকাঠিতে ছলনা যে অস্পৃশ্য– তাই নীলমনে হারিয়েছি বারবার, ব্যর্থতাকে হারাতে চেয়ে অলঙ্ঘ্য প্রাচীরে মাথাকুটে মিলেছে নিস্ফলতা– পাষাণহৃদয়ের কুলুঙ্গিতে প্রদীপ জ্বলেনি। জ্বলেছে অন্য হৃদয়, পুড়েছে আরেক মন,…
