৩১৮ নম্বর স্টলটি পাবেন সোহরাওয়ার্দী উদ্যানে, গিট দিয়ে ঢুকে ডান পাশে
গ্রন্থ কুটির প্রকাশনীতে কিছু অভিযোগ এসেছে যে, আপনারা বই মেলায় স্টলটি খুঁজে পাচ্ছেন না। আপনার জ্ঞাতার্থে জানাচ্ছি, স্টলটি পাবেন সোহরাওয়ার্দী উদ্যানে। এবার বাঙলা একাডেমিতে মূল ধারার স্টলগুলো বসেনি। শিশুতোষ বই প্রকাশ করে এমন কিছু প্রকাশনীর স্টল বাঙলা একাডেমি প্রাঙনে বরাদ্দ দেওয়া হয়েছে। সোহরাওয়ার্দী উদ্যানেই বসেছে বেশিভাগ স্টলগুলো। ৩১৮ নম্বর স্টলটি গ্রন্থ কুটির প্রকাশনীর। প্রথম বছর,…